Anti-Dengue Curbs: পড়ুয়াদের ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে নয়া নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের

ডেঙ্গুর হাত থেকে স্কুল পড়ুয়াদের বাঁচাতে নতুন নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের ফুলহাতা জামা ও টাউজার পড়ে আসতে বলা হয়েছে।

প্রতীকী ছবি

লখনউ: ডেঙ্গুর (Dengue) হাত থেকে স্কুল পড়ুয়াদের (school students) বাঁচাতে নতুন নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের ফুলহাতা জামা (full sleeve shirts) ও টাউজার (trousers) পড়ে আসতে বলা হয়েছে। ডেঙ্গু (dengue) ও চিকেনগুনিয়া (chikungunya) রোগীর সংখ্যা রাজ্যে যেভাবে বাড়ছে সেইদিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। সেই সঙ্গে স্কুল চত্বরে যাতে কোনওভাবে জল না জমে সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদের (secondary education department) তরফে প্রতিটি জেলার স্কুল ইন্সপেক্টরদের (inspectors of schools) কাছে কতগুলি গাইডলাইন (guidelines) পাঠানো হয়েছে। সেখানে সংক্রমণ ব্যাধি থেকে পড়ুয়াদের রক্ষা করার জন্য সবরকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে।

এপ্রসঙ্গে মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধিকর্তা মহেন্দ্র দেব জানান, পড়ুয়া ও তাদের অভিভাবকদের স্কুলের তরফে সচেতন করা খুবই জরুরি যাতে পড়ুয়ারা সংক্রমণ ব্যাধি থেকে নিজেদের বাঁচাতে পারে।  এই জন্য পড়ুয়াদের ফুল হাতা জামা ও টাউজার পড়ে স্কুলে আসতে বলা হয়েছে। প্রতিটি স্কুলকে বাধ্যতামূলকভাবে এই নির্দেশ পড়ুয়া ও তাদের অভিভাবকদের জানাতে হবে। প্রতিদিন স্কুলের প্রার্থনার সময় সংক্রমণ ব্যাধি ও তার ফলে সৃষ্টি হওয়া সমস্যার বিষয়ে সচেতন করতে হবে।

এর পাশাপাশি তিনি প্রতিটি গ্রামে সংক্রমণ ব্যাধি সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি (Public awareness) গ্রহণ করারও পরামর্শ দেন। মুখ খোলা থাকা জলের ট্যাঙ্কগুলি প্রতিদিন পরিষ্কার করার উপরও জোর দেন। স্কুল চত্বর ও তার পাশাপাশি এলাকাগুলিতে যেন কোনওভাবে জল না জমে সেই দিকেও নজর দিতে বলেন।