Tiger Census: সুন্দরবনে ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ব্যাঘ্র শুমারি
সুন্দরবনে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে বার্ষিক ব্যাঘ্র শুমারি।
কলকাতা: সুন্দরবনে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে বার্ষিক ব্যাঘ্র শুমারি (Annual Tiger Census)। শুক্রবার বন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, 'ক্যামেরা ট্র্যাপ' অনুশীলনটি প্রথম পর্যায়ে সুন্দরবন টাইগার রিজার্ভ (এসটিআর) সহ দক্ষিণ ২৪-পরগণা জেলার কিছু অংশে এক মাসেরও বেশি সময় ধরে হবে। ৪০ জনেরও বেশি বনকর্মী এবং স্থানীয় কিছু লোক এই গণনায় যুক্ত থাকবেন। ক্যামেরা ব্যবহার এবং তা থেকে কীভাবে ডেটা পাওয়া যায় সে বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাঘের গতিবিধি রেকর্ড করার জন্য ৭২০টি পয়েন্টে প্রায় ১৫০০টি ক্যামেরা সবসানো হয়েছে। তিনি আরও বলেন, 'ক্যামেরা ট্র্যাপ' অনুশীলনের দ্বিতীয় পর্বে জেলার আরও কিছুটা অংশও কভার করা হবে। সর্বশেষ গণনা অনুসারে, সুন্দরবনে (Sunderban) ১০১টি বাঘ রয়েছে, যার মধ্যে ২০টি এসটিআর সংলগ্ন এলাকায় রয়েছে।
দেখুন