Triple Murder In Andhra Pradesh: দীপাবলির রাতে অন্ধপ্ররদেশে এক পরিবারের তিন প্রজন্মকে হত্যা
দুই দলের সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কাকিনাডায় দীপাবলির রাতে দুই দলের সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন দাদু, বাবা এবং নাতি। বাথুলা রমেশ, বাথুলা চিন্নি, বাথুলা রাজু। তিনজনকেই অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাঁর মাথা ফেটে গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পুরনো শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড। সিনিয়র পুলিশ অফিসার রামকৃষ্ণ রাও বলেন, ‘আমরা সমস্ত দিক থেকে ঘটনাটি তদন্ত করছি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।