Tamil Nadu Shocker: আট বছর বয়সী ছেলেকে অপহরণ করে হত্যা, গ্রেফতার অভিযুক্ত

আট বছর বয়সী ছেলেকে অপহরণ করে হত্যার পর একটি ব্যাগে মৃতদেহ ভরে ফেলে দেওয়া হয়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

তামিলনাড়ু: আট বছর বয়সী ছেলেকে অপহরণ (kidnapped) করে হত্যা, তারপর একটি ব্যাগে তার মৃতদেহ ভরে ফেলে দেওয়া হয়। তামিলনাড়ুর তিরুভাল্লুর পালাভেদু গ্রামের হানিশ নামের ছেলেটি শনিবার নিখোঁজ হয়। ঘটনার দুদিন পরে পুলিশ অন্ধ্রপ্রদেশের তাদা-কালাহাস্তি রোডের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে, প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে অভিযুক্ত শিশু পাচার দলের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন:  Punjab : পাঞ্জাবে পুলিশের এনকাউন্টারে মৃত কুখ্যাত গ্যাংস্টার অমৃতপাল সিং

সূত্রে খবর, শনিবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় হানিশ। হানিশের বাবা সুরেশ সঙ্গে সঙ্গে পুলিশের কাছে নিখোঁজ অভিযোগ দায়ের করেন। এদিকে, দুই যুবক পুলিশকে জানান যে তাঁরা ছেলেটিকে প্রতিবেশী ৩৫ বছর বয়সী রেখা নামের মহিলার সঙ্গে দেখেছে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে রেখাকে তিরুভাল্লুর-অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে একটি ছেলে নিয়ে একজন লোকের সঙ্গে একটি দুচাকার গাড়িতে চড়তে দেখা যায়।



@endif