Amazon Layoffs: অ্যামাজনে ছাঁটাই অব্যাহত, গেমিং ডিভিশন থেকে ছাঁটাই ১০০ কর্মী

ছাঁটাই অব্যাহত অ্যামাজনে, এবার গেমিং ডিভিশনে ছাঁটাই ১০০

Layoffs-Representative-Image-3-Pixabay-380x214

ছাঁটাই অব্যাহত অ্যামাজনে(Amazon)। অ্যামাজনের গেমিং ডিভিশন থেকে ১০০ কর্মীকে ছাঁটাই করা হল। যার মধ্যে রয়েছে প্রাইম গেমিং, গেম গ্রোথ এবং অ্যামাজন গেমস(Amazon Games)। নতুন করে বেশ কিছু প্রজেক্টে মনোযোগ করার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছে অ্যামাজন।

ব্যাক্তিগত আলোচনায় অ্যামাজন জানিয়েছে, বেশ কিছু দীর্ঘমেয়াদি প্রকল্পে কাজ করার জেরে তাদেরকে অন্য বেশ কিছু প্রজেক্ট বন্ধ করতে হচ্ছে। যার জেরেই ছাঁটাইয়ের পথে অ্যামাজন।

ছাঁটাই হওয়া কর্মচারীদের ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে অ্যামাজন। তাদের কোম্পানির নিয়মানুযায়ী ছাঁটাই করা হবে এছাড়া নতুন কাজ খোঁজার জন্য সময়ও দেওয়া হয়েছে সংস্থার তরফে।

মার্চ মাসে ই-কমার্সের তরফে ৯ হাজার কর্মাচারীকে ছাঁটাই করেছিল সংস্থা।অ্যামাজন ওয়েব সার্ভিস, বিজ্ঞাপন দফতর  এবং এইচ আর থেকে বিপুল পরিমানে কর্মচারী ছাঁটাই করা হয়েছিল।

জানুয়ারীতে সংস্থার পক্ষ থেকে ১৮ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হয়।