Mumbai Accident: ঝড়ে অবৈধ হোর্ডিং ভেঙে ১৪ জনের মৃত্যু
হোর্ডিং কোম্পানির মালিক ভবেশ ভিডে নিখোঁজ
নয়াদিল্লি: মুম্বইয়ের ঘাটখোপার (Mumbai's Ghatkopar) অবৈধ হোর্ডিং ভেঙে পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। জাতীয় দুর্যোগ উদ্ধার বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৭৪ জনকে নরাপদে উদ্ধার করা হয়েছে। সোমবার ঝড়ে বিশাল বড় একটি হোডিং পেট্রোল পাম্পে পড়ে, যার জেরে এই দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন : Loksabha Election 2024: মোদীর বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ মে ঘাটখোপারে যে অবৈধ হোর্ডিং ভেঙে পড়েছিল সেটির বিজ্ঞাপন সংস্থা ' ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড' এবং হোর্ডিং কোম্পানির মালিক ভবেশ ভিডে নিখোঁজ। মুম্বই পুলিশ সোমবার রাতে ভবেশ ভিডে বাড়িতে তল্লাশি চালায় , কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।