All-Party Meeting: বিশেষ অধিবেশনের আগে সংসদের গ্রন্থাগার ভবনে শুরু সর্বদলীয় বৈঠক, দেখুন ভিডিয়ো

আগামীকাল ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে রবিবার বিকেলে দিল্লিতে সংসদের গ্রন্থাগার ভবনে শুরু হয়েছে সর্বদলীয় বৈঠক।

Photo Credits: ANI

আগামীকাল ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন (special session of Parliament)। তার আগে রবিবার বিকেলে দিল্লিতে (Delhi) সংসদের গ্রন্থাগার ভবনে (Parliament library building) শুরু হয়েছে সর্বদলীয় বৈঠক (All-party meeting)। যার ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে। আরও পড়ুন: Manohar Lal Khattar: অনন্তনাগে এনকাউন্টারে মৃত মেজরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: