Hanuman Jayanti Violence: দেশে সমস্ত রকমের ধর্মীয় শোভাযাত্রা নিষিদ্ধ হোক, দাবি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

হনুমান জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া হিংসার ঘটনায় বিরক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি (Jitan Ram Manjhi)। এহেন পরিস্থিতিতে দেশে সমস্ত রকমের ধর্মীয় শোভাযাত্রা নিষিদ্ধ করার দাবি জানালেন তিনি। বললেন, "এই ধরনের শোভাযাত্রা দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য বিপজ্জনক হুমকি।

Jitan Ram Manjhi. (Photo Credits: PTI)

পাটনা, ১৮ এপ্রিল: হনুমান জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া হিংসার ঘটনায় বিরক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি (Jitan Ram Manjhi)। এহেন পরিস্থিতিতে দেশে সমস্ত রকমের ধর্মীয় শোভাযাত্রা নিষিদ্ধ করার দাবি জানালেন  তিনি।  বললেন,  "এই ধরনের শোভাযাত্রা দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য  বিপজ্জনক হুমকি।  দিল্লিতেও হনুমান জয়ন্তী উপলক্ষে হিংসার ঘটনা ঘটেছে। তাই সেই সময় এসে গেছে, যখন এই  ধর্মীয় শোভাযাত্রা নিষিদ্ধ হওয়া উচিত।"

পড়ুন টুইট

বিহারে NDA সরকারের জোট শরিক জিতনরাম মাঝির দল হিন্দুস্তান আওয়াম মোর্চা। এই টুইটটি জিতনরাম মাঝি একসঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিহারের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন।

তিনি আরও বলেছেন, কেন্দ্র ও দিল্লি পুলিশের উচিত হনুমান জয়ন্তী হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা।



@endif