WB Police Admit Card 2021: প্রকাশ্যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারির অ্যাডমিট কার্ড, কবে পরীক্ষা?
চলতি মাসেই হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা( WB Police Admit Card 2021)। আজ ৬ সেপ্টেম্বর সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হল পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট wbpolice.gov.ln এ।
কলকাতা, ৬ সেপ্টেম্বর: চলতি মাসেই হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা( WB Police Admit Card 2021)। আজ ৬ সেপ্টেম্বর সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হল পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট wbpolice.gov.ln এ। যাঁরা যাঁরা ইতিমধ্যেই কনস্টেবল নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করে ছিলেন তাঁরা উপরিউক্ত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন। আজ থেকেই পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে মিলবে সেই অ্যাডমিট কার্ড।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সোমবার ৬ সেপ্টেম্বর প্রিলিমিনারির অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশ করেছে। আগে থেকে পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করে রাখা পরীক্ষার্থীরা wbpolice.gov.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন। WBPRB/NOTICE - 2021/2 (Cons. - 20) অনুসারে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে পুরুষ ও মহিলা দুই বিভাগেই কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হল। নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ হল এই প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণরা মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যেটির পরবর্তী ধাপ PET/PST পরীক্ষা।
আগামী ২৬ সেপ্টেম্বর অর্থাৎ ঠিক ২০ দিনের মাথায় হবে কনস্টেবল নিয়োগের প্রিলি। পরীক্ষার্থীরা নিশ্চয় আগেভাগে প্রস্তুতি সেরে ফেলেছেন। তাই দেরি না করে চটপট ডাউনলোড করে নিন অ্যাডমিট কার্ড। তার আগে দেখে নিন ডাউনলোডের প্রক্রিয়া।
কীভাবে ডাউনলোড করবেন WB Police Admit Card 2021:
- অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in ভিজিট করুন।
- এবার রিক্রুটমেন্ট পেজ এ যান।
- ওই পেজে ডাউনলোড e-admit Cards ,এই লিঙ্ক এ ক্লিক করুন।
- এবার একটা নতুন উইন্ডো খুলে যাবে l
- সেখানেই মহিলা ও পুরুষ কনস্টেবল নিয়োগের বিষয়টি দেখা যাবে।
- সেই লিংকে ক্লিক করলেই ডিরেক্ট লিংক মিলবে।
- সেখানেই পরীক্ষার্থীর আবেদনের নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্লিক করতে হবে।
- এর পরেই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের অ্যাডমিট কার্ড শো করতে ই ডাউনলোড করুন অ্যাডমিট কার্ড।