Renukaswamy Murder Case: রেনুকাস্বামী হত্যা মামলায় পিঠে ব্যাথার কারণে ৬ সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন পেলেন দর্শন
রেনুকাস্বামী হত্যা মামলায়বড়সড় স্বস্তি পেলেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা। ৪ মাস জেলে থাকার পর অবশেষে অন্তবর্তীকালীন জামিন পেলেন তিনি।
রেনুকাস্বামী হত্যা মামলায় (Renukaswamy Murder Case) বড়সড় স্বস্তি পেলেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা (Darshan Thoogudeepa)। ৪ মাস জেলে থাকার পর অবশেষে অন্তবর্তীকালীন জামিন পেলেন তিনি। জানা যাচ্ছে, পিঠে ব্যাথার ফলে মেরুদণ্ডে অস্ত্রোপচার করার জন্য কর্ণাটক আদালতে আবেদন জানিয়েছিলেন দর্শনের আইনজীবী। অবশেষে সেই আবেদন মঞ্জুর হয় তাঁর। গত ২১ অক্টোবর প্রথমবার আদালতে অসুস্থতার কথা জানিয়ে ছিলেন দর্শন। তারপর বেল্লারির বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। তবে ছয় সপ্তাহ পর তাঁকে ফের জেলেই ফিরতে হবে বলে জানিয়েছে আদালত। যদিও সুপারস্টার দর্শনের জামিন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে।
অভিনেত্রী ভাবনা বেলেগেরে জানিয়েছেন, দর্শন যেটা করেছেন সেটা অত্যন্ত গুরুতর অপরাধ। সেক্ষেত্রে এরকম প্রভাবশালী ব্যক্তির জেল থেকে ছাড়া পাওয়া উচিত ছিল না। দেশের এরকম ঘটনা হামেশাই দেখা যায় যে প্রভাবশালী ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। এখন তাঁর পিঠে ব্যাথা বলে জেলে ঘুমোতে পারছে না। এবার তাহলে ওঁনাকে কুশনের বিছানা দেওয়া উচিত।
প্রসঙ্গত, একদিকে অসুস্থতার কারণ দেখিয়ে অন্তবর্তী জামিন পেয়েছেন দর্শন। কিন্তু দিনকয়েক আগেই জেলের মধ্যেই তিনি যে ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছিলেন তার ছবি ভাইরাল হয়। তারপরেই তাঁকে অন্য জেলে স্থানান্তর করা হয়ছিল। এমনকী জেলবন্দি থাকা অবস্থায় একাধিকবার জামিনের আবেদন করেছিলেন দর্শন। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে যায়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করলে অবশেষে তা মঞ্জুর হয়ে যায়।
উল্লেখ্য, চলতি বছর রেনুকাস্বামী নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়ছিল চিত্রদূর্গা এলাকা থেকে। ঘটনার তদন্তে নেমে জানা যায় এই ঘটনায় দর্শন, তাঁর বান্ধবী পবিত্রা গৌড়া সহ সুপারস্টারের ফ্যান ক্লাবের একাধিক ব্যক্তি জড়িত হয়েছে। আসলে দর্শনের অন্ধ ভক্ত ছিলেন রেনুকাস্বামী। তবে তাঁর লিভ ইন পার্টনার পবিত্রাকে নিয়ে অশালীন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছিলেন ওই যুবক। সেই রাগেই তাঁকে পরিকল্পনা করে খুন করেন দর্শন ও পবিত্রা।