Abhishek Bachchan: রাজনীতিতে অভিষেক, চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন অমিতাভ পুত্র

চব্বিশের লোকসভা নির্বাচনে এলাহাবাদ কেন্দ্র থেকে অভিষেকের প্রার্থী হিসাবে দাঁড়ানোর কথাও শোনা যাচ্ছে। অমিতাভ পুত্রের রাজনীতিতে যোগ দেওয়ার খবর উত্তরপ্রদেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

Abhishek Bachchan (Photo Credits: Instagram)

মুম্বই, ১৫ জুলাইঃ রাজনীতির মাটিতে তারকাদের আগমন নতুন কোন ঘটনা নয়। বলিউডের শত্রুঘ্ন সিনহা, কিরণ খের, জয়া বচ্চন সহ একাধিক তারকা রয়েছেন যারা বিনোদন জগতের পাশাপাশি রাজনীতির জমিনটাও শক্ত করে ধরে রেখেছেন। একই চিত্র বাংলার মাটিতেও। দেব, নুসরত, মিমি, দেবশ্রীদের মত অভিনেতা-অভিনেত্রীরা ইন্ডাস্ট্রি এবং রাজনীতি দুটোই সামলাচ্ছেন দক্ষ হাতে। তবে এবার নতুন এক বলি অভিনেতার রাজনীতির

ময়দাতে অভিষেক হওয়ার জোর জল্পনা শোনা যাচ্ছে। বলিউড অন্দরমহলে কানাঘুষো খবর, রাজনীতিতে আসতে পারেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।

বাবা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) এবং মা জয়া বচ্চনের (Jaya Bachchan) পথ অনুসরণ করে রাজনীতির খাতায় নাম লেখাতে চলেছেন 'গুরু' অভিনেতা। এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টিতে (Samajwadi Party) যোগ দিতে চলছেন জুনিয়র বচ্চন (Abhishek Bachchan)। শুধু তাই নয় চব্বিশের লোকসভা নির্বাচনে এলাহাবাদ কেন্দ্র থেকে অভিষেকের প্রার্থী হিসাবে দাঁড়ানোর কথাও শোনা যাচ্ছে। অমিতাভ পুত্রের রাজনীতিতে যোগ দেওয়ার খবর উত্তরপ্রদেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। যদিও তাঁর রাজনীতির অভিষেক নিয়ে সমাজবাদী পার্টি কিংবা অভিষেকের তরফে আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা

করা হয়নি।

২০১৩ সালে এক সাক্ষাৎকারে রাজনীতি প্রসঙ্গে অভিষেককে (Abhishek Bachchan) বলতে শোনা গিয়েছিল, 'আমার বাবা-মা উভয়েই রাজনীতিতে আছেন। কিন্তু আমি নিজেকে সেই জায়গায় কখনও দেখতে পাই না। তার চেয়ে আমি পর্দায় রাজনৈতিক কোন চরিত্রে বেশি স্বচ্ছন্দ বোধ করব। কিন্তু বাস্তবে আমি কখনও রাজনীতিতে আসতে চাই না'।