Tamil Nadu: স্কুলের WhatsApp গ্রুপে পর্ন শেয়ার করলেন গণিতের শিক্ষক, কী হল তারপর?

এবার অনলাইনে স্কুল গ্রুপে পর্ন ভিডিও শেয়ার করার অভিযোগ উঠল গণিতের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি তামিলনাড়ুর একটি বেসরকারি স্কুলের। জানা গেছে, ওই অনলাইনে স্কুল গ্রুপে স্কুলের শিক্ষকদের পাশাপাশি ছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।

Arrested (Photo Credits: Pixabay/ Representational Image)

চেন্নাই, ২০ ডিসেম্বর: এবার অনলাইনে স্কুল গ্রুপে পর্ন ভিডিও শেয়ার  করার অভিযোগ উঠল গণিতের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি তামিলনাড়ুর একটি বেসরকারি স্কুলের। জানা গেছে, ওই অনলাইনে স্কুল  গ্রুপে স্কুলের শিক্ষকদের পাশাপাশি ছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। ইতিমধ্যেই ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তোলা হলে ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে তোলা হয়েছে। ধৃত শিক্ষকের নাম মাথিভান্নন।  চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন তিনি।  ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে শহরের আম্বাত্তুর এলাকায় বসবাস করেন।  অভিযোগ, পড়ুয়াদের অনলাইন শিক্ষার গ্রুপে রাতের বেলা তিনি পর্ন ভিডিওটি শেয়ার করেন।  কিছুক্ষণের মধ্যেই বিষয়ি জানাজানি হয়ে যায়। সহকর্মী শিক্ষক ও পড়ুয়ারা পর্ন ভিডিওটি গ্রুপে দেখেই চমকে ওঠেন। আরও পড়ুন- Omicron Scare In India: আমাদের প্রস্তুত থাকতে হবে, ওমিক্রনে দিশেহারা ইংল্যান্ডের তুলনা টানলেন এইমস ডিরেক্টর

বিষয়টি ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর স্কুল কর্তৃপক্ষের এক অন্তর্বর্তীকালীন তদন্তে অভিযুক্ত মাথিভান্নন জানান, তিনি ওই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না। ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন, তাই নেশার ঘোরে এতবড় ভুলটা করে ফেলেছেন। এর পরে এই শিক্ষকের বিরুদ্ধে চেন্নাইয়ের মহিলা থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তপক্ষ। এফআইআর-এর কিছুক্ষণের মধ্যে পুলিশি তংপরতায় গ্রেপ্তার হয় মাথিভান্নন। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও পকসো আইনে মামলা রুজু হয়েছে। এরপর ধৃত শিক্ষককে আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।



@endif