Mumbai: অফিসে কাজের চাপ, অটল সেতু থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি, জারি তল্লাশি অভিযান

সপ্তাহের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বইয়ের অটল সেতুতে। অটল সেতু থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি।

প্রতীকী ছবি

সপ্তাহের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বইয়ের অটল সেতুতে (Atal Setu)। অটল সেতু থেকে ঝাঁপ দেন  এক ব্যক্তি। জানা যাচ্ছে সোমবার সকাল ৯টা ৫৭ নাগাদ সুশান্ত চক্রবর্তী নামে এক ব্যক্তি ব্রিজের দক্ষিণ দিকে গাড়ি পার্ক করে, সেখান থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। ঘটনাস্থলে সকাল থেকেই রয়েছে মুম্বইয়ের সেওরি পুলিশ স্টেশনের আধিকারিক এবং উদ্ধারকারী দল। যদিও এখনও পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। পুলিশসূত্রে খবর, পরিবারকে অফিসে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন সুশান্ত। কিন্তু তার আগেই অটল সেতুতে আত্মহত্যা চেষ্টা করেন সে। যদিও এখনও দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ

পুলিশ জানিয়েছে, খবর পেতেই ঘটনাস্থলে একটি টিম চলে যায়। উদ্ধারকারী দল জলে নেমে খোঁজাখুজিও শুরু করেছে। অন্যদিকে সুশান্তের স্ত্রীয়ের কাছেও খবর যায়। জানা যাচ্ছে, গত শনিবার মেয়ে ও স্ত্রীকে নিয়ে লোনাভলাতে ঘুরতে যায় সুশান্ত। সেখান থেকেই সোমবার অফিসের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরোয় সুশান্ত। তদন্ত করে জানা যায় ওই মধ্যবয়স্ক ব্যক্তি একটি বেসরকারি ব্যঙ্কের কর্মচারি ছিলেন। সুশান্তের স্ত্রী অভিযোগ, কর্মসংস্থানে অত্যাধিক চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। সেই কারণে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তার জেরেই এদিন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন সুশান্ত।



@endif