World's Brightest' Students: ‘বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী’র শিরোপা পেলো ভারতীয় বংশোদ্ভূত প্রীশা চক্রবর্তী
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রীশা চক্রবর্তী জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতায় মোট ৯০টি দেশের ১৬ হাজার শিক্ষার্থীর মধ্যে ‘বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী'র তালিকায় স্থান অধিকার করেছে।
ওয়াশিংটন: বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী (World's Brightest Students)-এর তালিকায় নাম উঠে এসেছে ৯ বছর বয়সী প্রীশা চক্রবর্তীর। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রীশা চক্রবর্তী (Indian-American Preesha Chakraborty) জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতায় মোট ৯০টি দেশের ১৬ হাজার শিক্ষার্থীর মধ্যে ‘বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী'র তালিকায় স্থান অধিকার করেছে।
উল্লেখ্য, প্রতি বছর ৩০ শতাংশের কম প্রতিযোগী এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। সোমবার জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে প্রথম স্থান অধিকার করেছে ভারতীয় বংশোদ্ভূত প্রীশা। আরও পড়ুন: Israel-Hamas War: দক্ষিণ গাজায় হামাস ‘নির্মূলের’ পথে, ইজরায়েলের দাবির পরই যুদ্ধ বিরতির আবেদন রাষ্ট্রসংঘের
প্রীশার বাবা-মা জানিয়েছেন, প্রীশার সবসময়ই শেখার প্রতি অনুরাগী এবং সে একজন উজ্জ্বল ছাত্রী। পড়াশোনার পাশাপাশি প্রীশা ভ্রমণ, মার্শাল আর্টও পছন্দ করে। প্রীশা ছয় বছর বয়সে জাতীয় স্তরের (Naglieri Nonverbal Ability Test - NNAT)-এ ৯৯ শতাংশ স্কোর করে আইকিউ সোসাইটির সদস্যপদ লাভ করে।