UP Shocker: উত্তরপ্রদেশের একটি আবাসিক স্কুলের হস্টেলে ১০০ জন ছাত্রীর মধ্যে ৮৯ জন ছাত্রী নিখোঁজ
গোন্ডা জেলার একটি রাজ্য সরকার পরিচালিত আবাসিক স্কুলের হোস্টেলে ১০০টি ছাত্রীর মধ্যে ৮৯ জন ছাত্রী নিখোঁজ। সে রাজ্যে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।
উত্তরপ্রদেশ: গোন্ডা জেলার একটি রাজ্য সরকার পরিচালিত আবাসিক স্কুলের হোস্টেলে ১০০টি ছাত্রীর মধ্যে ৮৯ জন ছাত্রী নিখোঁজ। সে রাজ্যে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ঘটনার খবর প্রকাশ হতেই সোমবার রাতে ডিএম নেহা শর্মা ওই হস্টেলে পৌঁছে যান। তিনি ওই স্কুলের (School) বাকি ১১ ছাত্রী ও কর্মীদের সঙ্গে কথা বলেন। কিন্তু অনুপস্থিত ছাত্রীদের বিষয়ে কিছু জানাতে পারেননি। এরপর ডিএম-এর নির্দেশে, ওয়ার্ডেন সরিতা সিং-সহ পূর্ণকালীন শিক্ষক সুষমা পাল, প্রহরী বিষ্ণু প্রতাপ সিং এবং পিআরডি জওয়ান দিলীপ কুমার মিশ্রের বিরুদ্ধে দায়িত্ব পালন না করার জন্য মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক শিক্ষা আধিকারিক প্রেমচাঁদ যাদব জানিয়েছেন, তদন্তের জন্য বিভাগীয় দল গঠন করা হয়েছে। আরও পড়ুন : Himachal Pradesh Flood: প্রকৃতির কোপে বিধ্বস্ত হিমাচলের পাশে এবার তামিলনাড়ু, ১০ কোটির সাহায্য স্ট্যালিনের