Tamil Nadu: সন্তানের থেকেও প্রিয় কুকুর, মৃত পোষ্যের স্মৃতিতে ৮০ হাজারের মূর্তি বানালেন তামিলনাড়ুর বৃদ্ধ (দেখুন ছবি)

পোষ্য কুকুরের স্মৃতিতে মূর্তি (Dog Statue) তৈরি করালেন তামিল নাড়ুর বৃদ্ধ মুথু। সন্তান সন্ততি, নাতি নাতনিদের থেকেও পোষ্য কুকুরকে বেশি ভালবাসতেন। ২০১০ সাল থেকে পোষ্য কুকুর টম তাঁর সঙ্গে ছিলেন।

82-year-old man has built a statue in memory of his dog (Photo Credits: ANI)

তামিলনাড়ু, ৫ এপ্রিল: পোষ্য কুকুরের স্মৃতিতে মূর্তি (Dog Statue)  তৈরি করালেন তামিল নাড়ুর বৃদ্ধ মুথু।  সন্তান সন্ততি, নাতি নাতনিদের থেকেও পোষ্য কুকুরকে বেশি ভালবাসতেন। ২০১০ সাল থেকে পোষ্য কুকুর টম তাঁর সঙ্গে ছিলেন। ২০২১ সালে টমের মৃত্যু হলে ৮২ বছরে  মুথু ভিতর থেকে ভেঙে পড়েন। তাইতো  টমের স্মৃতি রক্ষার্থে বানিয়ে ফেললেন প্রিয় পোষ্যের প্রতিকৃতি।

এই প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI-কে তিনি জানিয়েছেন,  "ছেলেমেেয়েদের থেকেও কুকুরকে আমি বেশি স্নেহ করি। ১১ বছর টম আমার সঙ্গে ছিল। আমার ঠাকুমা, ঠাকুর্দা, বাবা সবাইই কুকুর প্রেমী ছিলেন।"

টমের প্রতিকৃতি

এই প্রসঙ্গে বৃদ্ধের ছেলে মনোজ কুমার বলেন, "টমের মূর্তিটি মার্বেলের তৈরি। এটি তৈরি করাতে খরচ হেছে ৮০হাজার টাকা।  ভবিষ্যতে কুকুরের জন্য মন্দির তৈরির একটি পরিকল্পনা করেছি। এমনিতে যেকোনও শুভদিনে এবং প্রতি শুক্রবারে টমের মূর্তিতে মালা দিই, সেই সঙ্গে খাবারও রাখা হয়।"



@endif