Bangladeshi Women Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, আটক ৭ জন বাংলাদেশি নারী

অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নারীকে মুম্বই থেকে আটক করা হয়েছে।

Arrested (Photo Credit: Pixabay)

কলকাতা: অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নারীকে আটক (Bangladeshi Women Arrested) করা হয়েছে। এনআরআই থানার এক কর্মকর্তা জানিয়েছেন, মহারাষ্ট্রের নাভি মুম্বই শহরে অবৈধভাবে থাকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। মহিলারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং কোনও নথিপত্র ছাড়াই ভাড়া বাসস্থানে বসবাস করছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গতকাল তামিলনাড়ু থেকে ৬ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায় তাঁদের মধ্যে ছয়জন বাংলাদেশিও রয়েছেন। বাংলাদেশি গ্রেফতারকৃতরা হলেন- তানভীর (৩৯), রাশিব (৪৩), মহম্মদ আসলাম (৪১), মহম্মদ আল-ইসলাম (৩৭), মহম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তাঁরা সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



@endif