Uttar Pradesh: লখনউ জেলা সংশোধানাগারে ৬৩ জন বন্দি এইচআইভি পজিটিভ
এত বিপুল সংখ্যক বন্দি এইচআইভিতে আক্রান্ত হওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
লখনউ জেলা কারাগারে (Lucknow District Jail) কমপক্ষে ৬৩ জন বন্দি (Prisoners) এইচআইভি পজিটিভ (HIV Positive)। রবিবার কারা প্রশাসন ও সংস্কার বিভাগ দ্বারা জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, এইচআইভি পজিটিভ বন্দিরা চিকিৎসাধীন রয়েছে। এত বিপুল সংখ্যক বন্দি এইচআইভিতে আক্রান্ত হওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, তবে কীভাবে এই সংক্রমণ ছড়াল সে বিষয়ে কিছু বলতে রাজি নয় সংশোধনাগার কর্তৃপক্ষ। সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Tamilnadu : ২৩ মৎসজীবীর মুক্তির দাবি, রামেশ্বরমে একদিনের বনধ পালন মৎসজীবীদের
উল্লেখ্য, এই সংশোধনাগারে আগেই ২৮ জন এইচআইভি পজিটিভ ছিলেন। নতুন করে ৩৮ জন বন্দি এইডস আক্রান্ত হয়েছেন৷