Thane Shocker: ১৪ বছর বয়সী মেধাবী ছাত্রীকে একাধিকবার শ্লীলতাহানি, গ্রেফতার শিক্ষক

অভিযুক্ত শিক্ষকে গ্রেফতার করে বিশেষ পকসো আদালতে হাজির করা হয়।

প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি: ১৪ বছর বয়সী কিশোরীকে শ্লীলতাহানি (Molests) অভিযোগে ৫৩ বছর বয়সী এক শিক্ষককে (Teacher) গ্রেফতার (Arrested) করেছে থানে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি গত জানুয়ারি মাস থেকে একাধিকবার কিশোরীকে শ্লীলতাহানি করেছে।

সূত্রে খবর, ক্লাস ৯ এর মেধাবী ছাত্রীটি পরীক্ষায় হটাৎ করে কম নম্বর পেতে শুরু করে। কিশোরীকে কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়া হয়। কাউন্সেলিং সেশনের সময় ছাত্রীটি কাঁদতে শুরু করে শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির কথা বর্ণনা করে।

আরও পড়ুন: Lahiru Thirimanne Accident: শ্রীলঙ্কায় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমান্নে

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষক থানের বাসিন্দা, তাঁকে গ্রেফতার করে বিশেষ পকসো আদালতে হাজির করা হয়, যেখানে তাকে একদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।



@endif