Bahraich Violence Case: বাহরাইচে হিংসার ঘটনায় যোগী পুলিশের এনকাউন্টার, আহত দুই সন্দেহভাজন, আহত ৫
গত রবিবার দুর্গাপুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয় উত্তরপ্রদেশের বাহরাইচ। জানা যাচ্ছে, প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে।
গত রবিবার দুর্গাপুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয় উত্তরপ্রদেশের বাহরাইচ (Bahraich)। জানা যাচ্ছে, প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। আর তাতেই মৃত্যু হয় এক ২২ বছরের যুবকের। এই ঘটনার পর ওই এলাকায় সাম্প্রদায়িক অশান্তি লাগে। ভাঙচুড় চালানো হয় ঘরবাড়ি, দোকানপাট। কারফিউ জারি হয় গোটা এলাকায়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার পাঁচ মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে পুলিশি এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে দুইজন। জানা যাচ্ছে, পুলিশের গুলিতে গুরুতর জখম হয়েছে মহম্মদ সারফারাজ ও মহম্মদ তালিব নামে দুই ব্যক্তি।
এদিন সকালের দিকে উত্তরপ্রদেশ এসটিএফ তল্লাশি অভিযান চালায় বাহরাইচ এলাকায়। তখনই পাঁচ মূল অভিযুক্তের সন্ধান পায় তাঁরা। পুলিশ জানিয়েছে, তাঁদের আটক করতে গেলে সারফারাজ ও তালিব ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এমনকী তাঁরা গুলিও চালায় বলে অভিযোগ। আর পাল্টা হামলায় তাঁরা আহত হয়। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে বাহরাইচ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহরাইচের পুলিশ সুপার বৃন্দা শুক্লা জানান, "এদিন পুলিশ ওই এলাকায় অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল। তখন পাঁচজনের খোঁজ মেলে। পুলিশ দেখে তাঁরা হামলা করে। আত্মরক্ষার কারণে পাল্টা পুলিশও গুলি চালায়। আহতদের অবস্থা বর্তমানে তেমন উদ্বেগজনক নয় বলেই দাবি করা হচ্ছে"।