Uttarakhand Forest Fires: উত্তরাখণ্ডে আগুনে পুড়ে ছাই ৭৮ হেক্টর বনভূমি
উত্তরাখণ্ডের দাবানল ভয়াবহ আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৭টি জায়গায় নতুন করে আগুন লেগেছে।
নয়াদিল্লি: উত্তরাখণ্ডের (Uttarakhand) দাবানল ভয়াবহ আকার নিয়েছে। আগুনের তিব্রতা ক্রমশ্য ভয়ঙ্কর হচ্ছে। পুড়ে ছাই হয়ে যাচ্ছে বনভূমি। সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ৪৭টি জায়গায় নতুন করে আগুন লেগেছে। প্রায় ৭৮ হেক্টর (Hectares) বনভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আরও পড়ুন: Jammu and Kashmir: লাগাতার বৃষ্টি, তুষারপাতে বিপর্যস্ত ভূ-স্বর্গ, সর্বশান্ত হয়ে ত্রাণ শিবিরে ঠাঁই শয়ে শয়ে কাশ্মীরির
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কুমায়ুন অঞ্চল, যেখানে ৫১ হেক্টর বনভূমি নষ্ট হয়ে গিয়েছে। আগুন নেভাতে তৎপর প্রশাসন, হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণে যান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনগণকে আশ্বস্ত করেছে প্রশাসন। আগুন নেভাতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে।