Gujarat Road Accident: গুজরাটে তীর্থযাত্রী ভর্তি বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত ৩০ জন

৫০ জন তীর্থযাত্রীকে নিয়ে বাসটি খেদা জেলার কাঠালে যাচ্ছিল।

Road Accident (Photo Credit: X)

নয়াদিল্লি: গুজরাটের (Gujarat) বানাসকান্থায় তীর্থযাত্রী ভর্তি একটি বাস উল্টে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) ঘটেছে। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ৫০ জন তীর্থযাত্রীকে নিয়ে বাসটি খেদা জেলার কাঠালে যাচ্ছিল। যাত্রীরা আম্বাজি মন্দিরে প্রার্থনা করে ফিরছিলেন। গাড়িটি একটি পাহাড়ি রাস্তায় নামার সময় তালুকের ত্রিশুলিয়া ঘাটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি উল্টে যায় বলে দান্তা থানার এক আধিকারিক জানিয়েছেন। পুলিশ সুপার অক্ষয় রাজ জানিয়েছেন। নয়জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, আরও যে ২৫ জন সামান্য আহত হয়েছেন তাঁদের চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।