Uttarakhand: উত্তপ্ত উত্তরাখণ্ড, মৃত ৪ জন, আহত ২৫০ জন
সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরাখণ্ডের হালদয়ানি।
উত্তরাখণ্ড: সাম্প্রদায়িক হিংসায় (Violence) উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) হালদয়ানি (Haldwani)। অশান্তির জেরে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫০ জন। আহতের মধ্যে রয়েছেন ৫০ জন পুলিশকর্মীও। শহরজুড়ে কারফিউ (Curfew) জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। দাঙ্গাকারীদের বিরুদ্ধে শুট-অ্যাট-সাইট আদেশ (Shoot-at-Sight Orders) জারি করা হয়েছে।
সূত্রে খবর, আদালতের নির্দেশে বৃহস্পতিবার হলদওয়ানিতে একটি বেআইনি মাদ্রাসা এবং তার সংলগ্ন একটি মসজিদ ভেঙে ফেলাকে কেন্দ্র করে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ও সরকারি আধিকারিকরা। পুলিশের দিকে পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।