Karnataka: মুরগির মাংস খেয়ে অসুস্থ ৩২ ছাত্রী, ছাত্রাবাসে তোলপাড়
কর্ণাটকের বিজয়নগর জেলায় একটি ছাত্রাবাসে মুরগির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৩০ জনেরও বেশি ছাত্রী।
বিজয়নগর: কর্ণাটকের বিজয়নগর জেলায় একটি ছাত্রাবাসে মুরগির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৩০ জনেরও বেশি ছাত্রী। ঘটনাটি ঘটেছে বিজয়নগর জেলার হোসপেট শহরের ম্যাট্রিক এসটি গার্লস হোস্টেলে। ছাত্রাবাসে রাতের খাবারে মুরগির মাংস (Chicken Meat) খাওয়ার পর মধ্যরাতে ছাত্রীদের পেটে ব্যথা, বমি ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। শিক্ষার্থীদের দ্রুত হসপেটের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন : Karnataka Shocker: মর্মান্তিক! স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে পড়ে মৃত নাবালিকা
হোস্টেল সূত্রে খবর, মধ্যরাতে ২৮ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।পরে আরও চারজন অসুস্থ হয়ে পড়ে, তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়। সব মিলিয়ে ৩২ জন ছাত্রী অসুস্থ (32 Students Sick) হয়ে পড়ে।জানা গিয়েছে হোস্টেলটিতে ১৪৮ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাদের মধ্যে ১৩১ জন শিক্ষার্থী বুধবার রাতে আমিষ খাবার খেয়েছিলেন এবং ১৭ জন শিক্ষার্থী নিরামিষ খাবার খেয়েছিলেন । রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে গেলে হটাৎ অসুস্থ হয়ে পড়ে, রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রিরা এখন অনেকটাই সুস্থ আছে বলে জানা গিয়েছে।