Earthquake in Himachal Pradesh: শনিবার দুপুরে কেঁপে উঠল হিমাচল প্রদেশ, ভূমিকম্পের জেরেই শিমলায় ভূমিধস!
এদিন দুপুরে শিমলার একটি বহুতল ধসের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গিয়েছে পাঁচতলা ভবনটিকে।
Earthquake in Himachal Pradesh: শনিবার দুপুরে আচমকাই কেঁপে উঠল হিমাচল প্রদেশের কিন্নর জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, এদিন দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় স্থানীয়দের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.০। ভূমিকম্পের গভীরতা ছিল ১১ কিলোমিটার। এদিন দুপুরেই শিমলার (Shimla) একটি বহুতল ধসের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গিয়েছে পাঁচতলা ভবনটিকে।
হিমাচলের (Himachal Pradesh) কিন্নরে ভূমিকম্পের জেরেই শিমলায় এই ভূমিধস (Landslide) দেখা দিয়েছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। বহুতল ধসের ফলে কোন হতাহতের খবর নেই। ভেঙে পড়ার আগেই ভবনটি খালি করে দেওয়া হয়েছিল। তবে রাস্তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ওই বিশাল ভবনটি ভেঙে পড়ার ফলে রাস্তা দিয়ে যান চলাচল ব্যহত হয়েছে। রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। চলছে উদ্ধার কাজ।
হিমাচল প্রদেশে ভূমিকম্প...
শিমলায় ধসে পড়ল বহুতল...