Telangana Shocker: দাদার যৌন লালসায় অন্তঃসত্ত্বা কিশোরী, হায়দরাবাদে চাঞ্চল্য

১৭ বছরের দাদার লালসার শিকার বছর ১৩-র কিশোরী। টানা ২ বছর ধরে বহুবার বোনকে ধর্ষণ করেছে দাদা। এর জেরে বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি প্রকাশ্য আসে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা (Telangana) সাইবারাবাদ এলাকায়।

প্রতীকী ছবি(Photo Credit: PTI)

হায়দরাবাদ, ২০ মে :  ১৭ বছরের দাদার লালসার শিকার বছর ১৩-র কিশোরী। টানা ২ বছর ধরে বহুবার বোনকে ধর্ষণ করেছে দাদা। এর জেরে বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি প্রকাশ্য আসে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা (Telangana) সাইবারাবাদ এলাকায়। দীর্ঘদিন দাদার লালসার শিকার হয়েও ভয়ে বাবা-মাকে বিষয়টি জানায়নি নির্যাতিতা। বেশ কয়েকবার পিরিয়ডমিস হলে মাকে দানায় নির্যাতিতা। এরপর চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে দানা যায়, ওই কিশোরী অন্তঃসত্ত্বা।

বাড়িতে এসে বিপর্যস্ত মা মেয়েকে দোর করতেই  এতদিনের অত্যাচারের মুখ যেন খুলে যায়। সব বলে দেয় নির্যাতিতা। চিন্তিত মা ফের হাসপাতাল নিয়ে গিয়ে মেয়ের গর্ভপাতের চেষ্টা করান। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে চাইল্ড লাইনের সঙ্গে কথা বলতে বলেন। এরপর চাইল্ড লাইনে বিষয়টি জানানো হলে নির্যাতিতা ও তার অভিভাবকদের কাউন্সেলিংয়ে পাছানো হয়। আর ধর্ষক দাদাকে গ্রেপ্তার করার পর জুভেনাইল হোমে পাঠানো হয়েছে।