Uttar Pradesh: বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ উত্তরপ্রদেশের ১৬ শিশু

Affected Children at Hospital (Photo Credits: ANI)

মির্জাপুর, ৫ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশ মির্জাপুরের চুনার পুলিশ স্টেশন এলাকায় শনিবার বিষফল খেয়ে একসঙ্গে অসুস্থ ১৬ জন শিশু। বাদাম ভেবে বিষাক্ত জাট্রোফা ফল (Jatropha Fruit) খেয়ে ফেলেছিল তাঁরা। ওই বিষাক্ত ফল খেয়ে ১৬ জনই অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ রুম না দেওয়ায় হোটেল মালিককে মারধর মদ্যপ ব্যক্তিদের, ভাইরাল সিসিটিভি ফুটেজ

অসুস্থ ১৬ শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁদের ভর্তি করা হয়েছে বিভাগীয় হাসপাতালে। মির্জাপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আর বি কমলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁদের। এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ফাঁকা মাঠে খেলা করছিল তাঁরা। এমন সময়ে তাঁদের চোখ যায় বিষাক্ত ফল জাট্রোফার (Poisonous Jatropha Fruit) উপর। বাদাম মনে করে তাঁরা ওই ফল খায়। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত ফল জাট্রোফার প্রতিক্রিয়া শুরু হয়। অঝোরে বমি, পায়খানা করতে থাকে তাঁরা। ডায়ারিয়ার পর্যায়ে পৌঁছে যায় তাঁদের শারীরিক পরিস্থিতি।

আরও পড়ুনঃ অসহনীয়, ৪ বছরের সন্তানকে নিয়ে মালগাড়ির সামনে ঝাঁপ মহিলার

অসুস্থ শিশুদের প্রথমে নিয়ে যাওয়া হয় চুনার হেলথ সেন্টারে। সেখানে প্রাথমিক কিছু চিকিৎসার পর ১৬ জন স্কুল পড়ুয়াকে বিভাগীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন মির্জাপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আর বি কমল।



@endif