Uttar Pradesh: ব্লাড ট্রান্সফিউশন করাতে গিয়ে হেপাটাইটিস ও এইচআইভি রোগে আক্রান্ত ১৪ শিশু

উত্তরপ্রদেশে ১৪ জন শিশুর দেহে বাসা বেঁধেছে হেপাটাইটিস বি, সি এবং এইচআইভির মতো মারণ রোগ।

Blood Transfusions (Photo Credit: Pixabay)

কানপুর: ব্লাড ট্রান্সফিউশন করাতে গিয়ে প্রাণঘাতী রোগে আক্রান্ত ১৪ জন শিশু। খবরে প্রকাশ, কানপুরের এক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিশুদের দেহে বাসা বেঁধেছে হেপাটাইটিস (Hepatitis) বি, সি এবং এইচআইভি (HIV)-এর মতো মারণ রোগ। টেস্টে রেজাল্ট পজেটিভ এসেছে। খবরটি চাওর হওয়ার পরই বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আরও পড়ুন: Chennai: চেন্নাইয়ে লাইনচ্যুত খালি রেক, বেশ কিছুক্ষনের জন্য স্থগিত ট্রেন চলাচল

ঘটনাটি ঘটেছে কানপুরের লালা লাজপত রায় (LLR) হাসপাতালে। ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ওই হাসপাতালে আসা ১৮০টি রোগীর তালিকায় ১৪ জন শিশু রোগে আক্রান্ত হয়েছে। তাদের বয়স ৬ থেকে ১৬ বছর। সংক্রামিত শিশুদের মধ্যে সাতজন হেপাটাইটিস বি, পাঁচজন হেপাটাইটিস সি এবং দুজনের এইচআইভি আক্রান্ত হয়েছে। এই শিশুরা কানপুর, দেহাত, ফারুখাবাদ, আউরাইয়া, ইটাওয়া এবং কনৌজ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের।