Baba Siddique Murder Case: আগামী ২-৩দিনের মধ্যে মাস্টারমাইন্ডকে খুঁজে বের করা হবে, বাবা সিদ্দিকির খুনের ঘটনায় মন্তব্য অজিত পাওয়ারের

বাবা সিদ্দিকির খুনের ঘটনা কিনারা করতে অতি সক্রিয় মুম্বই পুলিশ। খুন হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারী আধিকারিকরা।

Photo Credit: Twitter@ANI

বাবা সিদ্দিকির (Baba Siddique) খুনের ঘটনা কিনারা করতে অতি সক্রিয় মুম্বই পুলিশ। খুন হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেই সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদ করে এমন সব চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে মুম্বই পুলিশের বিশেষ টিম। ইতিমধ্যেই পাঁচটি টিম বানানো হয়েছে, যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে তদন্ত চালাবে বলে জানা গিয়েছে। এবং আগামী ২-৩ দিনে মধ্যে এই ঘটনার পেছনে কে বা কারা মাস্টারমাইন্ড রয়েছে, তা সামনে আসবে বলে আশ্বাসও দিয়েছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। একই সঙ্গে এই ঘটনার  নিরপেক্ষ তদন্ত হবে বলে বিরোধীদের সমালোচনার জবাবও দিয়েছেন এনসিপি নেতা।

অজিত পাওয়ার এদিন বলেন, আমি গতকালের ঘটনা এখনও বিশ্বাস করতে পারছি না। উনি আমাদের দলের নেতা হয়ে বিগত একবছর ধরে কাজ করছেন। এর আগে কংগ্রেসে থাকাকালীন ৩ বার বিধায়ক হয়েছে। এমনকী মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। পুুলিশ প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। আশা করছি যে বাবা সিদ্দিকিকে খুন করার জন্য কনট্র্যাক দিয়েছিল তাঁকে আগা্মী ২-৩ দিনের মধ্যে গ্রেফতার করা হবে।

এদিন সকালে সিদ্দিকির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়। সেখানেই তাঁর ছেলে জিসান সিদ্দিকির সঙ্গে দেখা করতে আসেন অজিত পাওয়ার। আজ সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ সিদ্দিকির অন্ত্যোষ্টিক্রিয়া হবে বড় কবরস্থান এলাকায়। সেখানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে বলে জানান অজিত পাওয়ার।