Experience of Corona Effected Person: করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে জানালেন নিজের অভিজ্ঞতা

করোনাভাইরাস (Coronavirus) নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, এর চিকিৎসা পদ্ধতি যথেষ্ট ভালো, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক মানুষদের মতো তাঁদের এ নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই, খুব সহজভাবেই চিকিৎসা করে করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে পারেন দেশের চিকিৎসকরা, এমনই আশ্বাস দিলেন দিল্লিতে (Delhi) প্রথম করোনা ভাইরাসের শিকার হওয়া রোগী।

করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৬ মার্চ: করোনাভাইরাস (Coronavirus) নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, এর চিকিৎসা পদ্ধতি যথেষ্ট ভালো, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক মানুষদের মতো তাঁদের এ নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই, খুব সহজভাবেই চিকিৎসা করে করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে পারেন দেশের চিকিৎসকরা, এমনই আশ্বাস দিলেন দিল্লিতে (Delhi) প্রথম করোনা ভাইরাসের শিকার হওয়া রোগী।

NDTV-র খবর অনুযায়ী, দিল্লীর ওই ব্যবসায়ী করোনার প্রভাব কাটিয়ে উঠেছেন তবু আপাতত তাঁকে আরও ১৪ দিন বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বছর ৪৫ এর ওই ব্যবসায়ী অনেকটাই এখন সুস্থ বোধ করছেন। সম্প্রতি ইউরোপ বেড়াতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন দিল্লির এই ব্যবসায়ী। দেশে ফেরার পর তাঁর শরীরে মারণ ভাইরাসের লক্ষণ ধরা পড়লে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে গত দু'সপ্তাহ ধরে রেখে চিকিৎসা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও পড়ুন, ওড়িশায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল, ইতালি থেকে সম্প্রতি ভুবনেশ্বরে ফিরেছেন ওই যুবক

দিল্লিতে করোনা আক্রান্তদের মধ্যে দু'জন রোগীকে সুস্থ বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। রবিবার তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আপাতত সুরক্ষার কথা ভেবে আগামী ১৪ দিন তাঁদের বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে এই দিল্লি থেকেই আবার একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে দিল্লির সমস্ত অফিস, স্কুল, কলেজ বন্ধ।