Newborn Girl In UP's Gorakhpur Named Corona: জনতা কার্ফিউর দিন জন্মেছে ভাইঝি, কাকা নাম রাখলেন করোনা
জনতা কার্ফিউর দিনে পৃথিবীর আলো দেখল নবজাতক (Newborn)। কাকা আদর করে ভাইঝির নাম রাখলেন করোনা। কাকা নীতিশ ত্রিপাঠী বলেন, শিশুকন্যার জন্মের খবর পেয়েই ঠিক করে ফেলেছিলাম এই মারণ ভাইরাসের নামেই তার নামকরণ হবে। কারণ এই এই ভাইরাস গোটা বিশ্বের ভিত নড়িয়ে দিয়েছে। গোরক্ষপুরে সোহোগৌরা গ্রামে জন্মেছে সেই শিশুকন্যা। তবে এখনই গরোক্ষপুরের আলোচনার কেন্দ্রবিন্দু এই ছোট্ট করোনা। সদ্যোজাতর মা রাগিনী ত্রিপাঠীর থেকে অনুমতি নিয়েই তাঁর মেয়ের নাম করোনা রেখেছেন তিনি।
গোরক্ষপুর, ২৪ মার্চ: জনতা কার্ফিউর দিনে পৃথিবীর আলো দেখল নবজাতক (Newborn)। কাকা আদর করে ভাইঝির নাম রাখলেন করোনা। কাকা নীতিশ ত্রিপাঠী বলেন, শিশুকন্যার জন্মের খবর পেয়েই ঠিক করে ফেলেছিলাম এই মারণ ভাইরাসের নামেই তার নামকরণ হবে। কারণ এই এই ভাইরাস গোটা বিশ্বের ভিত নড়িয়ে দিয়েছে। গোরক্ষপুরে সোহোগৌরা গ্রামে জন্মেছে সেই শিশুকন্যা। তবে এখনই গরোক্ষপুরের আলোচনার কেন্দ্রবিন্দু এই ছোট্ট করোনা। সদ্যোজাতর মা রাগিনী ত্রিপাঠীর থেকে অনুমতি নিয়েই তাঁর মেয়ের নাম করোনা রেখেছেন তিনি।
“এই ভাইরাস নিঃসন্দেহে ভয়ঙ্কর। প্রচুর মানুষকে ইতিমধ্যেই চিরঘুমে পাঠিয়ে ছেড়েছে। মৃত্যুকে কাছ থেকে দেখতে পেরে অনেক ভাল অভ্যাসও তৈরি হয়েছে। গোটা বিশ্বকে একটা গ্রামে পরিণত করেছে। এই বাচ্চাই একতার প্রতীক হয়ে মানুষকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে।” বলেন তিনি। আরও পড়ুন- 255 Arrested In Kolkata After Lockdown: লকডাউন মানছে না, সন্ধ্যা নামতেই ২৫৫ জনকে গ্রেপ্তার পুলিশের
রবিবারের জনতা কার্ফিউ কাটতেই লোকজন রাস্তায় নেমে ঘণ্টা কাঁসর বাজিয়ে সেই সংক্রমণের রাস্তাটা আরও প্রসারিত করেছে। সোমবার সারদিন ছুটির মেজাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলেছে আড্ডা, খেলাধুলো। চায়ের দোকানগুলিতে ভিড় উপচে পড়েছে। কিন্তু রাতে প্রশাসন কড়া হতে সেই পরিস্থিতির মোকাবিলা করল কলকাতার অলিগলি থেকে আইন ভাঙার অভিযোগে ২৫৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, লকডাউনকে (Lockdown) অনেকে তোয়াক্কাই করছেন না। সেইসঙ্গে রাজ্যগুলির উদ্দেশে বলেছিলেন, আইনি ব্যবস্থা নেওয়ার কথা। ঘরে থাকার আর্জি জানিয়ে এদিনও আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কে শোনে কার কথা! কলকাতায় গ্রেপ্তারির সংখ্যা দেখেই ঠাওর হচ্ছে প্রশাসন ঠিক কতটা কড়া হাতে করোনাভাইরাস মোকাবিলা করতে চাইছে। মানুষ মরছে প্রতিদিন। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এসব দেখেও বহু লোকের তিলমাত্র তাপ উত্তাপ নেই। তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে।