New Uniform Of Parliament Employee: সংসদের নতুন ভবনে কর্মীদের জামাকাপড়ে চমক, পদ্মের মোটিফে রাজনৈতিক চাপানউতোর (দেখুন ছবি)
দুই ভবনের মার্শালদের পোশাকেও বদল করা হবে। তাঁদের মাথায় থাকবে মণিপুরি পাগড়ি। নিরাপত্তাকর্মীদের পোশাকেও আনা হবে বদল। সাফারি স্যুটের পরিবর্তে তাঁদের দেওয়া হবে সেনাবাহিনীর মতো ক্যামোফ্লেজ পোশাক।
আগামী ১৯ সেপ্টেম্বরই নতুন সংসদ ভবনের উদ্বোধন। যা নিয়ে তোড়জোড় তুঙ্গে। সংসদের নতুন ভবনে অধিবেশনে কেন্দ্রের তরফে সংসদের কর্মীদের জন্য তৈরি করা হল বিশেষ পোশাক। সংসদ সচিবালের পাঁচটি প্রধান শাখার অর্থাৎ রিপোর্টিং সেকশন, টেবিল অফিস, নোটিশ অফিস, লেজিসলেটিভ শাখা এবং নিরাপত্তা অধিকারিকরা এই নতুন ইউনিফর্ম পরবেন।
টেবিল অফিস, নোটিস অফিস এবং সংসদের রিপোর্টিং সেকশনের আধিকারিকদের বিশেষ পোশাকে রয়েছে পদ্মের মোটিফ সহ নেহরু জ্যাকেট ও খাকি রঙের প্যান্ট। বিশেষ এই পোশাক তৈরি করেছে ন্যাশনাল ইন্সিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT)। গলাবন্ধ স্যুটের পরিবর্তে রয়েছে গাঢ় গোলাপি রঙের নেহরু জ্যাকেট। একই সঙ্গে গাঢ় গোলাপি শার্টে থাকবে পদ্মফুলের নকশা। সঙ্গে থাকছে খাকি প্যান্ট।এছাড়া প্রত্যেক মহিলা কর্মীদের জন্য বিশেষ ডিজাইনের শাড়ি।তবে শাড়িতে বা পোশাকে পদ্মের মোটিফ ব্যবহার করা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
দুই ভবনের মার্শালদের পোশাকেও বদল করা হবে। তাঁদের মাথায় থাকবে মণিপুরি পাগড়ি। নিরাপত্তাকর্মীদের পোশাকেও আনা হবে বদল। সাফারি স্যুটের পরিবর্তে তাঁদের দেওয়া হবে সেনাবাহিনীর মতো ক্যামোফ্লেজ পোশাক।
এক নজরে দেখে নেব নতুন পোশাকের ডিজাইন-