COVID-19 Count In India: রবিবার সারাদিনে আক্রান্ত ৮ হাজার ৩৯২ জন, সোমবার দেশে মোট করোনা আক্রান্ত ১, ৯০, ৫৩৫

পঞ্চম দফার লকডাউনের শুরুতে দেশে করোনা আক্রান্ত (COVID-19 Count) হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৯২ জন। রবিবার সারাদিনে ২৩০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সোমাব স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫। এর মধ্যে ৯৩ হাজার ৩২২ জন হাসপাতালে ভর্তি আছেন। ৯১ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ৫ হাজার ৩৯৪ জনের। দেশে করোনা থেক সুস্থ হয়ে ওঠার হার ৪৭.৭৫ শতাংশ। মৃত্যুর হার ২.৮৩ শতাংশ।

ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ জুন: পঞ্চম দফার লকডাউনের শুরুতে দেশে করোনা আক্রান্ত (COVID-19 Count) হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৯২ জন। রবিবার সারাদিনে ২৩০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সোমাব স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫। এর মধ্যে ৯৩ হাজার ৩২২ জন হাসপাতালে ভর্তি আছেন। ৯১ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ৫ হাজার ৩৯৪ জনের। দেশে করোনা থেক সুস্থ হয়ে ওঠার হার ৪৭.৭৫ শতাংশ। মৃত্যুর হার ২.৮৩ শতাংশ।

শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভারত বিশ্বের করোনা ত্রস্ত দেশগুলির তালিকার সপ্তম স্থানে রয়েছে। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা তিন লক্ষেরও বেশি। মোট আক্রান্ত ৬ মিলিয়নেরও বেশি মানুষ। কোভিড-১৯ এর নিরিখে ধারাবাহিকভাবে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৬৫৫। রবিবারই সেখানে ৮৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ২৮৬। মুম্বইতেই করোনা আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেল। মহারাষ্ট্রে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে, রাজ্যে সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ। মৃত্যুর হার ৩.৩৭ শতাংশ। এ রাজ্যে  করোনা রোগী মোটামুটি ১৮ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে ১৩ দিনের প্রায় সুস্থতার মুখে আক্রান্ত। যদিও দেশের ক্ষেত্রে করোনা রোগীকে সুস্থ হয়ে উঠতে লাগছে ১৬ দিনের কাছাকাছি সময়। আরও পড়ুন-Wajid Khan Passes Away: কোভিডের থাবায় ৪২-এই নিভল প্রদীপ, প্রয়াত মিউজিক কম্পোজার গায়ক ওয়াজিদ খান

শনিবার ৬৮ দিনের লকডাউন থেকে থেকে ধীরে ধীরে বেরনোর রাস্তায় পা দিয়েছে সরকার। কনটেনমেন্ট জোন ছাড়া আগামী ৩০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ধাপে ধাপে লকডাউন উঠবে। পঞ্চম দফার লকডাউনে একই ভাবে ধাপে ধাপে খুলছে ধর্মীয়স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, রেস্তরাঁ। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী বিশ্বে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত ৬.১ মিলিয়ন। মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার।