Coronavirus: আতঙ্ক বাড়ছে! ধারাবিতে নতুন করে ৮ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নমুনা
আতঙ্ক বাড়িয়ে মুম্বইয়ের (Mumbai) ধারাবিতে (Dharavi) নতুন করে মিলল করোনার খোঁজ। শুক্রবার নতুন করে ফের ৮ জনের শরীরে মিলল করোনা নমুনা। ধারাবিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩০৯। এরমধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫১ এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের।
মুম্বই, ৩ জুলাই: আতঙ্ক বাড়িয়ে মুম্বইয়ের (Mumbai) ধারাবিতে (Dharavi) নতুন করে মিলল করোনার খোঁজ। শুক্রবার নতুন করে ফের ৮ জনের শরীরে মিলল করোনা নমুনা। ধারাবিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩০৯। এরমধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫১ এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের।
আইসিএমআরের তথ্যানুযায়ী, দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮,২১৩। ২ জুলাই পর্যন্ত দেশে মোট ৯২,৯৭,৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২ জুলাই, মাত্র ১ দিনে মোট করোনা টেস্ট হচ্ছে ২,৪১,৫৭৬। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে। রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,৮৬,৬২৬, মোট মৃত্যু হয়েছে ৮,১৭৮।