IPL Auction 2025 Live

NEET : তামিলনাড়ুতে ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যা,এনইইটি নিয়ে সরব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন

ছাত্রদের স্বার্থে রাজ্যে এনইইটি যাতে বন্ধ করা যায় সেই বিষয়টি জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

Photo Credit ANI

এনইইটি নিয়ে এবার মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। একটি ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী জানান, "  কারোর কোনভাবে জীবন নষ্ট করার প্রয়োজন নেই, আমরা অবশ্যই এনইইটি সরিয়ে দেব কেননা এটি তোমাকে স্বপ্নে পৌছনোর ক্ষেত্রে একটি বাধা। তামিলনাড়ু সরকার কাজ করছে এবং এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।"

এনইইটি-র এক ছাত্রের মৃত্যুর ঘটনায় পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়ে তিনি আরও জানান যে "আমি জেনে খুব মর্মাহত যে ক্রোমোপেটের জগদীশ্বরন যে এনইইটি পরীক্ষার্থী ছিল আত্মহত্যা করেছে। আমি যখন ভাবছিলাম যে কিভাবে তাদের সান্তনা দেব ঠিক তারপরের দিনই ছাত্রের বাবা সেলভাসেকর আত্মহত্যার খবর আসে। আমি জানি না জগদীশ্বরনের পরিবার, বন্ধুকে কিভাবে সহানূভূতি জানাব, এটা ভয়ঙ্কর যে একজন উজ্বল ছাত্র যে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিল এখন এনইইটি আত্মহত্যার তালিকায় নাম লেখাল। "

সারা দেশে ডাক্তারি পড়ার ক্ষেত্রে এনইইটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় পড়ুয়াদের।যাতে বেশ কিছু রাজ্যের আপত্তি রয়েছে। যাদের মধ্যে অন্যতম তামিলনাড়ু।শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতেই বসার ব্যবস্থা রয়েছে এই পরীক্ষায়। ভাষাগত কারণে যা বহু ছাত্রের কাছে সমস্যার কারণ। এছাড়া এই পরীক্ষা দেশের ফেডারেল ধাঁচাকে নষ্ট করছে বলেও অভিযোগ জানায় তামিলনাড়ু। এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রাজ্য থেকে এনইইটি বন্ধরে কথাও জানিয়েছেন বলে জানা গেছে।