COVID-19 Vaccine Update: জুনে দেশে কত ডোজ করোনা টিকা দেওয়া হবে, বাংলা কতটা পাবে
মঙ্গলবার থেকে শুরু হতে জুন মাসে দেশে প্রায় ১২ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ মিলতে চলেছে। শেষ হতে চলা মে মাসে প্রায় ৭.৯৪ কোটি ডোজ টিকা উপলব্ধ ছিল দেশ। এমন কথাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে।
নতুন দিল্লি, ৩০ মে: মঙ্গলবার থেকে শুরু হতে জুন মাসে দেশে প্রায় ১২ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ (COVID-19 Vaccine Doses) মিলতে চলেছে। শেষ হতে চলা মে মাসে প্রায় ৭.৯৪ কোটি ডোজ টিকা উপলব্ধ ছিল দেশ। এমন কথাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। আরও পড়ুন: COVID 19: করোনায় মৃত বাবা-মা, 'অনাথ' শিশুদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে কেন্দ্র
স্বাস্থ্যমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এবার এই করোনা টিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করা হবে জনসংখ্যা, এর আগে কতটা ডোজ কীভাবে খরচ হয়েছে, এবং টিকা কতটা নষ্ট হয়েছে তার ওপর ভিত্তি করে।
পুরো জুন মাসের ভ্যাকিসন বা টিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আগেই পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি জানানো হয়েছে, জুনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট ৬.০৯ কোটি (৬,০৯,৬০,০০০) ডোজ সরবরাহ করা হবে। যেখানে স্বাস্থ্যকর্মী (HCWs), ফ্রন্ট-লাইন কর্মী, এবং ৪৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বিনামূল্যে বিতরণের জন্য দেবে কেন্দ্র।
এর পাশাপাশি, ৫.৮৬ কোটি (৫,৮৬,১০,০০০) ডোজ সরাসরি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং বেসরকারী হাসপাতালগুলি সরাসরি সংগ্রহ করতে পারবে। তার মানে জুনে প্রায় ১২ কোটি (১১,৯৫,৭০,০০০) করোনা টিকার ডোজ দেশের কোভিড টিকাকরণ কর্মসূচির জন্য বরাদ্দ থাকবে।