NE Assembly Elections 2023: 'গুরুজি বলে দিয়েছেন, আমি ধন্য', প্রধানমন্ত্রীর মুখে নিজের নাম শুনে আপ্লুত নাগাল্যান্ডের মন্ত্রী

প্রধানমন্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনে, ততক্ষণাৎ ট্যুইট করেন তেমজেন ইমনা। তিনি প্রধানমন্ত্রীর ভিডিয়ো শেয়ার করে তেমজেন লেখেন, 'গুরুজি নে বোল দিয়া। বাস হাম তো ধন্য হো গ্যায়ে।' তেমজেন ইমনা যখনই প্রধানমন্ত্রীর প্রশংসায় ট্যুইট করেন, তা কার্যত ভাইরাল হয়ে যায়।

PM Modi On Temjen Imna (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: নাগাল্যান্ডে (Nagaland)  বিজেপির প্রেসিডেন্ট তেমজেন ইমনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমজেন ইমনার কথা এখন গোটা দেশের মানুষ শোনেন। তেমজেন ইমনা কী বলেন, তাঁর সেই ভিডিয়ো গোটা দেশের মানুষ শোনেন। তেমজেন ইমনার কথা মানুষ উপভোগ করেন। সামাজিক মাধ্যমে তেমজেন ইমনাকে (Temjen Imna) তিনি অনুসরণ করার চেষ্টা করেন বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার এভাবেই প্রধানমন্ত্রী নাগাল্যান্ডে ভোটের প্রচারে গিয়ে সে রাজ্যের বিজেপি প্রেসিডেন্টের ভূয়ষী প্রশংসা করেন।

 

প্রধানমন্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনে, ততক্ষণাৎ ট্যুইট করেন তেমজেন ইমনা। তিনি প্রধানমন্ত্রীর ভিডিয়ো শেয়ার করে তেমজেন লেখেন, 'গুরুজি নে বোল দিয়া। বাস হাম তো ধন্য হো গ্যায়ে।' তেমজেন ইমনা যখনই প্রধানমন্ত্রীর প্রশংসায় ট্যুইট করেন, তা কার্যত ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত তেমজেন ইমনা-ই নাগাল্যান্ডের প্রথম বিজেপি বিধায়ক। ফলে এবারের বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে বিজেপি পসার জমাতে পারে কি না, সেটাই দেখার।