নয়াদিল্লি, ২৬ জুন: অনেকেই ভেবেছিলেন এবারে লোকসভার অধ্যক্ষ নির্বাচন নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বেশ ভালোই দড়ি টানাটানি হবে। আসলে ২৪-এর নির্বাচনে লোকবল বেড়েছে বিরোধীদের। অন্যদিকে এনডিএ সরকার গড়লেও তা পড়ে যাওয়ার চিন্তা সর্বক্ষণ মাথায় ঘুরছে বিজেপি শিবিরের। কিন্তু অধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে কার্যত ধ্বনি ভোটের মাধ্যমে ওম বিড়লাকে (Om Birla) স্পিকার ঘোষণা করা হল। সেখানে বিরোধীরা ভোটাভুটির দাবি জানালেও তা খারিজ করে দেয় প্রোটেম স্পিকার। তারপর আর সেভাবে বিরোধীতা করতে দেখাও গেল না কোনও বিরোধী সাংসদের।

সংসদ ভবনে ঢোকার আগে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী বলেন, আমরাই নিশ্চিতরূপে জিতব এই নিয়ে কোনও সংশয় নেই। কারণ আমরাই সরকারে আছি। তাই বিরোধীরা সেভাবে কোনও সুযোগ পাবে না। কঙ্গনার এই কথাই সত্যি প্রমাণিত হল। বিরোধীদের পক্ষ থেকে কে সুরেশের নাম প্রস্তাব করা হলেও সেভাবে ভোটের দাবি নিয়ে লড়তে দেখা গেল না কোনও সাংসদকেই। অবশেষে ওম বিড়লাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীরা।

এদিন বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জেপি নাড্ডা, রাজনাথ সিং, অরুন গোভিল, সর্বানন্দ সোনায়াল, চিরাগ পাসোয়ান, কঙ্গনা রানাওয়াত সহ একাধিক শাসক বিরোধী সাংসদ।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Narendra Modi: 'তুষ্টিকরণ নয়, সন্তুষ্টিকরণের বিচার নিয়ে চলি', লোকসভায় মোদীর ভাষণের সময় প্রবল হট্টগোল বিরোধীদের

Kalyan Banerjee: সংসদে কল্যাণের কিতকিত, শ্রীরামপুরের সাংসদের ঠাট্টা, বিদ্রুপে হাসির রোল অধিবেশনে

Lok Sabha Session: কখন রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সামনে এল সময়

Loksabha Session: 'মোদীজির দুনিয়ায় সত্যকে অপসারিত করা যায়', লোকসভা থেকে বক্তব্যর কিছু অংশ সরানোয় মন্তব্য রাহুল গান্ধীর

Narendra Modi: রাহুল গান্ধীর মন্তব্যে হট্টগোল সংসদে, এনডিএ সদস্যদের আচরণবিধির পরামর্শ প্রধানমন্ত্রীর

Rahul Gandhi: রাহুল গান্ধীর 'হিন্দু' মন্তব্যে উত্তাল, লোকসভা থেকে বাদ কংগ্রেস সাংসদের বক্তব্যের বেশ কিছু অংশ

Chandrababu Naidu: শপথের পরই তেলাঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ বিজেপির সঙ্গী চন্দ্রবাবু নায়ডুর

Hate Speech Of Chopra TMC MLA: ইচ্ছাকৃতভাবে রাজ্যের সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছে চোপড়ার বিধায়কের মন্তব্য, শিলিগুড়ি থানায় চিঠি বিজেপি বিধায়কের