Omar Abdullah: অক্টোবরের মধ্যেই শ্রীনগরের সরকারি আবাসন খালি করছেন, টুইটে জানালেন ওমর আবদুল্লা
অক্টোবরের মধ্যেই শ্রীনগরের সরকারি আবাসন খালি করে দেবেন, টুইটারে জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীর প্রশাসনকে এই সংক্রান্ত যে চিঠি লিখেছেন, তা-ও টুইটারে শেয়ার করেন তিনি। গতবছর আমাকে সরকারি বাসভবন খালি করার নোটিস পাঠানো হয়েছিল এই সম্পর্কে সংবাদ মাধ্যমে নানারকম পক্ষে বিপক্ষে মতামত দেখছি। বলা বাহুল্য, এমন কোনও নোটিস আমাকে দেওয়া হয়নি।
শ্রীনগর, ৯ সেপ্টেম্বর: অক্টোবরের মধ্যেই শ্রীনগরের সরকারি আবাসন খালি করে দেবেন, টুইটারে জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীর প্রশাসনকে এই সংক্রান্ত যে চিঠি লিখেছেন, তা-ও টুইটারে শেয়ার করেন তিনি। গতবছর আমাকে সরকারি বাসভবন খালি করার নোটিস পাঠানো হয়েছিল এই সম্পর্কে সংবাদ মাধ্যমে নানারকম পক্ষে বিপক্ষে মতামত দেখছি। বলা বাহুল্য, এমন কোনও নোটিস আমাকে দেওয়া হয়নি। বাসভবন খালি করা সিদ্ধান্ত নিজে থেকেই নিয়েছি। ইতিমধ্যেই বসবাসের জন্য বাড়ি খোঁজ শুরু করেছেন তিনি। তবে মহামারী চলায় বাড়ির খোঁজ পেতে একটু বেশিই সময় লাগছে। আরও পড়ুন-Cristiano Ronaldo: প্রথম ইওরোপিয়ান ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ১০০ গোলের ক্লাবে ক্রিশ্চিায়ানো রোনাল্ডে
সোমবার দলের সদর দপ্তরে যুব ন্যাশনাল কনফারেন্সের বৈঠকের সভাপতিত্ব করেন ওমর আবদুল্লা। সেখানেই তিনি বলেন, জম্মু ও কাশ্মীর জলস্রোতের মুহূর্ত দিয়ে গিয়েছে। এই পরিস্থিতিই পার্টির সর্বস্তরের একতাকে দাবি করে।