The Kerala Story: 'দ্য কেরালা স্টোরির প্রযোজককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত', বিতর্কিত মন্তব্য এনসিপি বিধায়কের'
দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে যাতে হিংসা এবং অশান্তি না ছড়ায়, তার জন্যই এই ছবির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুম্বই, ৯ মে: দ্য় কেরালা স্টোরি (The Kerala Story) মুক্তির পর থেকেই প্রায় গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। দ্য কেরালা স্টোরি নিয়ে যখন জোর আলোচনা শুরু হয়েছে, সেই সময় বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াদ। এনসিপি (NCP) বিধায়ক জিতেন্দ্র আওয়াদ বলেন, দ্য কেরালা স্টোরির প্রযোজককে প্রকাশ্যে 'ফাঁসি' দেওয়া উচিত। জিতেন্দ্র আওয়াদ (Jitendra Awhad) আরও বলেন, 'কেরালা স্টোরির নাম করে একটি রাজ্য এবং সেখানকার মহিলাদের অসম্মান করা হচ্ছে। যে ব্যক্তির প্রযোজনায় এই সিনেমা তৈরি করা হয়েছে, তাঁকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিত' বলে সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে মন্তব্য করেন এনসিপি বিধায়ক। এনসিপি নেতার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন: The Kerala Story: বাংলায় প্রদর্শন বন্ধ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ 'দ্য কেরালা স্টোরির' নির্মাতারা
প্রসঙ্গত দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে যাতে হিংসা এবং অশান্তি না ছড়ায়, তার জন্যই এই ছবির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর কোনও সিনেমা হলে দ্য কেরালা স্টোরি প্রদর্শিত হবে না বলে দক্ষিণের এই রাজ্যের সিনেম হল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জানান।