Jitendra Awhad On Ram: 'বহুজন সমাজের প্রতিনিধি রামচন্দ্র নিরামিশাষী ছিলেন না', এনসিপি নেতার কথায় বিতর্ক

এনসিপি নেতা বলেন, রামচন্দ্র ১৪ বছর জঙ্গলে ছিলেন। জঙ্গলে থেকে কেউ ১৪ বছর নিরামিষ খেয়ে জীবনযাপন করতে পারেন না। রামচন্দ্র 'বহুজন' সমাজের প্রতিনিধি। তিনি নিরামিষ ভক্ষণ করতেন না বলে দাবি করেন এনসিপি নেতা।

Jitendra Awhad (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ জানুয়ারি: 'রামচন্দ্র (Ram) নিরামিশাষী ছিলেন না। তিনি আমিষ ভক্ষণ করতেন। ১৪ বছর জঙ্গলে ছিলেন রামচন্দ্র বলে যা কথিত আছে, তা একেবারেই সঠিক নয়।' এমনই মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াদ (Jitendra Awhad )। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে 'ড্রাই ডে' ঘোষণার দাবি এবং গোটা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করার দাবি হচ্ছে, সেই সময় বিতর্কিত মন্তব্য করেন জিতেন্দ্র আওয়াদ। এনসিপি নেতা বলেন, রামচন্দ্র ১৪ বছর জঙ্গলে ছিলেন। জঙ্গলে থেকে কেউ ১৪ বছর নিরামিষ খেয়ে জীবনযাপন করতে পারেন না। রামচন্দ্র 'বহুজন' সমাজের প্রতিনিধি। তিনি নিরামিষ ভক্ষণ করতেন না বলে দাবি করেন এনসিপি নেতা। পাশাপাশি রামচন্দ্র একজন 'শিকারি' ছিলেন বলেও দাবি করেন জিতেন্দ্র আওয়াদ। এনসিপি নেতার মন্তব্য নিয়ে বিজেপির তরফে তীব্র বিরোধিতা করা হয়।

দেখুন ভিডিয়ো...

 

জিতেন্দ্র যাদবের মন্তব্য ঘিরে যখন জোর শোরগোল শুরু হয়, সেই সময় বিজেপি নেতা অরুণ যাদব এনসিপি নেতার গ্রেফতারির দাবি করেন। রামচন্দ্রের অপমান যাঁরা করবেন, তাঁরা যাতে কোনওভাবে ছাড় না পান, সে বিষয়ে দাবি করেন হরিয়ানার বিজেপি নেতা অরুণ যাদব।