Nawazuddin Siddiqui's Mother Filed FIR: নওয়াজের স্ত্রী আলিয়ার বিরুদ্ধে FIR অভিনেতার মায়ের
নওয়াজের মায়ের অভিযোগের পর আলিয়া সিদ্দিকিকে পুলিশ ডেকে পাঠাবে জিজ্ঞাসাবাদের জন্য। প্রকাশ্যে আসছে এমন খবর। জানা যাচ্ছে, নওয়াজের মা মেহেরউন্নিসার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অভিনেতার স্ত্রী। এরপরই বিষয়টি থানা পর্যন্ত গড়ায় বলে খবর।
মুম্বই, ২৩ জানুয়ারি: নওয়াজউদ্দিন সিদ্দিকির ( Nawazuddin Siddiqui) স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অভিনেতার মা। মুম্বইয়ের ভরসোভা থানায় নওয়াজের স্ত্রী জেনাব তথা আলিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেতার মা মেহেরউন্নিসা সিদ্দিকি (Mehrunisa)। নওয়াজের মায়ের অভিযোগের পর আলিয়া সিদ্দিকিকে পুলিশ ডেকে পাঠাবে জিজ্ঞাসাবাদের জন্য। প্রকাশ্যে আসছে এমন খবর। জানা যাচ্ছে, নওয়াজের মা মেহেরউন্নিসার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অভিনেতার স্ত্রী। এরপরই বিষয়টি থানা পর্যন্ত গড়ায় বলে খবর।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: গাড়ি নেই, লোকাল ট্রেনে চেপে যাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, দেখুন ভিডিয়ো
সূত্রের খবর, সম্পত্তিজনিত সমস্যা রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি, তাঁর মা মেহেরউন্নিসা এবং আলিয়া সিদ্দিকির মাঝে। যার জেরে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। প্রসঙ্গত জেনাব তথা আলিয়া সিদ্দিকি নওয়াজউদ্দিন সিদ্দিকির দ্বিতীয় স্ত্রী। এর আগেও একাধিকবার তিনি নওয়াজের পরিবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন। নওয়াজউদ্দিন সিদ্দিকির দাদার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করতে দেখা যায় আলিয়া সিদ্দিকিকে। যা নিয়ে এক সময় তোলপাড় শুরু হয়ে যায়।