Smriti Irani slams Rahul Gandhi: 'দেশের মানুষের সামনে ক্ষমা চাইতে হবে রাহুলকে', দাবি স্মৃতির

কংগ্রেস সাংসদ বিদেশে গিয়ে দেশের গণতন্ত্রের যেমন মর্যাদাহানি করেছেন তেমনি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনকেও অপমান করেছেন বলে অভিযোগ করেন স্মৃতি ইরানি। সেই কারণে দেশের প্রত্যেকটি মানুষের সামনে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন স্মৃতি।

Smriti Irani, Rahul Gandhi (Photo Credit: ANI)

দিল্লি, ১৫ মার্চ: এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) । বিদেশের মাটিতে গিয়ে রাহুল গান্ধী ভারতকে অপমান করেছেন।  দেশের গণতন্ত্রকে বিদেশে গিয়ে অপমান করেছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস সাংসদ বিদেশে গিয়ে দেশের গণতন্ত্রের যেমন মর্যাদাহানি করেছেন তেমনি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনকেও অপমান করেছেন বলে অভিযোগ করেন স্মৃতি ইরানি। সেই কারণে দেশের প্রত্যেকটি মানুষের সামনে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন স্মৃতি। ভারত জোড়ো যাত্রা শেষের পর কেমব্রিজে আমন্ত্রণ পান রাহুল গান্ধী।

কেমব্রিজে বক্তব্য রাখতে গিয়ে দেশের কথা তুলে ধরেন কংগ্রেস সাংসদ।  পাশাপাশি সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না বলেও মন্তব্য করেন রাহুল।  যা নিয়ে ফুঁসতে শুরু করেছে বিজেপি।  বিদেশের মাটিতে রাহুল গান্ধী ভারতের গণতন্ত্রকে যেমন অপমান করেছেন, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সম্মানহানি হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।