IPL Auction 2025 Live

Kaali Poster Controversy: 'পোস্টার না সরালে বিতর্কিত 'কালী' ছবি নিষিদ্ধ ঘোষণা করা হবে', হুমকি দিলেন মন্ত্রী

কালীর পোস্টার বিতর্ককে (Kaali Poster Controversy) কেন্দ্র করে দেশজুড়ে চাপানউতোর তুঙ্গে। ধূমপান করছেন কালী, এই আপত্তিকর পোস্টার সরিয়ে না নেওয়া হলে কালী সিনেমা নিষিদ্ধ ঘোষণা করা হবে।

Narottam-Mishra (pic credit- ANI)

ভোপাল, ৬ জুলাই:  'কালী' ছবির পোস্টার বিতর্ককে (Kaali Poster Controversy) কেন্দ্র করে  দেশজুড়ে চাপানউতোর তুঙ্গে।  ধূমপান করছেন কালী, এই আপত্তিকর পোস্টার সরিয়ে না নেওয়া হলে কালী সিনেমা নিষিদ্ধ ঘোষণা করা হবে। সতর্ক বার্তা দিলেন  মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, এই ছবির মাধ্যমে দেবী কালীকে অপমান করা হয়েছে। এই আপত্তিকর পোস্টার সরিয়ে ফেলা না হলে ছবির পরিচালকের বিরুদ্ধে এফআইআর করবে সরকার। আরও পড়ুন-Swiggy-Wide Horse-Hunt: বর্ষণ মুখর মুম্বইয়ে ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি, ওই কর্মীকে খুঁজছে স্যুইগি

এই প্রসঙ্গে নরোত্তম মিশ্র বলেন, "মাকালীর অপমান সহ্য করা হবে না। কঠোর পদক্ষেপ করা হবে। আমরা ইতিমধ্যেই এফআইআর এর নির্দেশ দিয়েছি। আপত্তিকর পোস্টার সরানো না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। "

ক্ষুব্ধ মন্ত্রী আরও বলেন, " চলচ্চিত্র নির্মাতারা হিন্দু দেবদেবীকে অপমান করা অনকে সহজ মনে করেন। কারণ তাঁরা জানেন, অন্য ধর্মের ক্ষেত্রে এমন কিছু ঘটলে শাস্তি পেতে হবে। এই ঘটনা হিন্দুদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।"