Narendra Modi's USA Visit: মোদীর মার্কিন সফরে বিক্ষোভ দেখান, প্রবাসী ভারতীয়দের আর্জি রাকেশ টিকায়েতের

ভরাতীয় কিষাণ ইউনিয়নেরনেতা টিকায়েত অভিযোগ করেন, গত ১০ মাস ধরে কৃষকরা আন্দোলন করছেন। কেন্দ্রীয় সরকারের যে নয়া কৃষি আইন, তার বিরুদ্ধেই রাস্তায় নেমে কৃষকরা আন্দোলন করছেন। অথচ কৃষকদের প্রতি কোনও খেয়াল নেই কেন্দ্রীয় সরকারের।

Rakesh Tikait , Narendra Modi (Photo Credit: Twitter/ANI)

ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে জো বাইডেন ভারতের কৃষক আন্দোলনের প্রতি নজর দেন, খেয়াল করেন, সে বিষয়ে আবেদন জানালেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)। পাশাপাশি মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়রা (Indian) যাতে প্রতিবাদ জানান মোদীর (PM Narendra Modi) বিরুদ্ধে, সে বিষয়েও আবেদন জানান টিকায়েত।

ভরাতীয় কিষাণ ইউনিয়নের (BKU) নেতা টিকায়েত অভিযোগ করেন, গত ১০ মাস ধরে কৃষকরা আন্দোলন করছেন। কেন্দ্রীয় সরকারের যে নয়া কৃষি আইন, তার বিরুদ্ধেই রাস্তায় নেমে কৃষকরা আন্দোলন করছেন। অথচ কৃষকদের প্রতি কোনও খেয়াল নেই কেন্দ্রীয় সরকারের। এবার মোদীর মার্কিন সফরে যাতে প্রবাসী ভারতীয়রা মোদীর বিরুদ্ধে আওয়াজ তোলেন, সে বিষয়ে আবেদন জানান রাকেশ টিকায়েত।

আরও পড়ুন: Narendra Modi's USA Visit: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদী, জানালেন ভারতে আসার আমন্ত্রণ

ভরাতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র জানান, কেন্দ্রীয় সরকার নয়া আইন লাগুর পর কমপক্ষে ৭৫০ জন কৃষক আত্মহত্যা করেছেন। অথচ সে বিষয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের নেতাদের কোনও নজর নেই। এবার যাতে মোদীর মার্কিন সফরের (Narendra Modi's USA Visit) সময় সে দেশের ভারতীয়রা যাতে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদে শান দেন, তা নিয়ে আবেদন জানানো হয়েছে।