Narendra Modi In Karnataka: পাকিস্তানের বদলে সেদেশ থেকে প্রাণ বাঁচিয়ে আসা হিন্দু শরণার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ করছে কংগ্রেস, বললেন নরেন্দ্র মোদি
ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল দেশ। তৈরি হয়েছিল পাকিস্তান(Pakistan)। ধর্মীয় সংখ্যালঘুরা বারবার অত্যাচারের শিকার হয়েছে পাকিস্তানে। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে ভারতের শরণার্থী হয়েছেন তারা। কংগ্রেস(Congress) এবং তার শরিক দলগুলি শরণার্থীদের বিরোধিতায় গলা চড়াচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের প্রতিবাদের জবাবে কর্ণাটকের(Karnataka) জনসভায় এমনটাই বললেন নরেন্দ্র মোদি(Narendra Modi)।
নয়াদিল্লি, ২ জানুয়ারি:ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল দেশ। তৈরি হয়েছিল পাকিস্তান(Pakistan)। ধর্মীয় সংখ্যালঘুরা বারবার অত্যাচারের শিকার হয়েছে পাকিস্তানে। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে ভারতের শরণার্থী হয়েছেন তারা। কংগ্রেস(Congress) এবং তার শরিক দলগুলি শরণার্থীদের বিরোধিতায় গলা চড়াচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের প্রতিবাদের জবাবে কর্ণাটকে(Karnataka) ডিআরডিও-র একটি ইভেন্টে এমনটাই বললেন নরেন্দ্র মোদি(Narendra Modi)।
দু'দিনের সফরে কর্ণাটকের টুমকুরু শহরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষিকর্মণ পুরস্কার অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদি বলেন,'ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল পাকিস্তান। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হত। তারাই বাধ্য হয়ে ভারতের আশ্রয় নেন। এখন কংগ্রেস এবং বিরোধীরা পাকিস্তানের বদলে শরণার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে।' আরও পড়ুন: Teach Bhagwat Gita in schools: গোমাংস খাওয়া রুখতে স্কুলে গীতা পড়ানো হোক, দাবি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের
একইসঙ্গে মোদি আরও বলেন, পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে কেন সরব হচ্ছে না কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি গত ৭০ বছর ধরে পাকিস্তানের হিন্দু, জৈন, খ্রিস্টান-সহ সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার করা নিয়ে কেন এতদিন প্রশ্ন তোলেনি কংগ্রেস। সেই নিয়েও প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদি।