India-Bangladesh Friendship Pipeline: ইতিহাসে প্রথম, ১৮ মার্চ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করবেন মোদি ও হাসিনা
এই পাইপলাইনের মাধ্যমে প্রতিবছর সর্বোচ্চ এক মিলিয়ন মেট্রিক টন হাইস্পিড ডিজেল সরবরাহ করা যাবে। এর মাধ্যমে বাংলাদেশের উত্তরপ্রান্তে অবস্থিত সাতটি জেলায় হাইস্পিড ডিজেল সরবরাহ করা হবে।
নয়াদিল্লি: আগামী ১৮ মার্চ ভিডিয়ো কনফারেন্সের (video conference) মাধ্যমে ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh) ফ্রেন্ডশিপ পাইপলাইনের (Friendship Pipeline) উদ্বোধন (inaugurate) করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister of Bangladesh Sheikh Hasina) । বৃহস্পতিবার বিকেলে একথাই জানানো হল ভারতের প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে।
এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের তরফে আরও জানানো হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে এই প্রথম কোনও ক্রস বর্ডার এনার্জি পাইপলাইন (first cross border energy pipeline) তৈরি করা হচ্ছে। এই পাইপলাইন তৈরির জন্য আনুমানিক ৩৭৭ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশেই পাইপলাইন তৈরি করতে খরচ হবে আনুমানিক ২৮৫ কোটি টাকা। ভারত সরকারের তরফ থেকেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
এই পাইপলাইনের মাধ্যমে প্রতিবছর সর্বোচ্চ এক মিলিয়ন মেট্রিক টন (MMTPA) হাইস্পিড ডিজেল (High-Speed Diesel) সরবরাহ করা যাবে। এর মাধ্যমে বাংলাদেশের উত্তরপ্রান্তে (northern Bangladesh) অবস্থিত সাতটি জেলায় হাইস্পিড ডিজেল সরবরাহ করা হবে। আরও পড়ুন: Drugs Seized At IGI Airport: দোহা থেকে আসা মহিলা যাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত প্রায় ৫ কোটি টাকার মাদক, দেখুন ভিডিয়ো