Narendra Modi's Birthday: মোদীর জন্মদিনে বিশেষ ভাবনা বিজেপির, বড় ঘোষণা অমিত শাহর

মোদীর জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভরেছে সামাজিক মাধ্যম এক্সের দেওয়াল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে রাজনাথ সিং, একনাথ শিণ্ডে, নমোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু জন।

Narendra Modi In J& K Election Photo Credit:X@narendramodi

নয়াদিল্লিঃ আজ, ১৭ সেপ্টেম্বর ৭৪-এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন( Narendra Modi's Birthday ) এবার বিশেষ ভাবনা ভারতীয় জনতা পার্টির(Bharatiya Janata Party)। মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ তারিখ থেকে টানা ২ অক্টোবর পর্যন্ত 'সেবা পাখওয়াদা'-এর আয়োজন করবে বিজেপি(BJP) এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এদিন শাহ বলেন, " দেশের অনেক প্রতিষ্ঠান 'সেবা পাখওয়াদা'এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তাই ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমাদের দলের কর্মীরা জনগণকে সাহায্য করবে। প্রধানমন্ত্রী মোদী একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৫ টি ভিন্ন দেশ তাঁকে তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। ১৪০ কোটি ভারতীয় আজ তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন।" মোদীর জন্মদিন উপলক্ষে আগেই এই 'সেবা পাখওয়াদা' অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয় আজমেঢ় শরিফের তরফে। প্রসঙ্গত, মোদীর জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভরেছে সামাজিক মাধ্যম এক্সের দেওয়াল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে রাজনাথ সিং, একনাথ শিণ্ডে, নমোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু জন।

মোদীর জন্মদিনে বিশেষ ভাবনা বিজেপির



@endif