Narendra Modi: বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন মোদী
বিবারই হায়দরাবাদের কালেক্টর এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই নির্দেশ দেন। শিশুদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে।
নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ(Andhra Pradesh) এবং তেলেঙ্গানার(Telangana) বিস্তীর্ণ অংশ। লাগাতার দু'দিনের বৃষ্টিতেই কার্যত জলমগ্ন দুই রাজ্য। বেশকিছু জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আজ, সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। আর এই আবহে এ বার পরিস্থিতি নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি(Revanth Reddy) এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর(Chandrababu Naidu) সঙ্গে কথা বলেন নমো। দুই রাজ্যের পরিস্থিতি জানতে চান তিনি। সবশেষে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিগত দু'দিন ধরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বেশকিছু অংশে। বিশেষ করে গুন্টুর, বিজয়ওয়াড়া, হায়দরাবাদ, ওয়ারাঙ্গালে অবস্থা ভয়াবহ। রাস্তায় বইছে জলস্রোত, রেললাইনে জল দাঁড়িয়ে যাওয়ায় ব্যাহত রেল পরিষবা। বেড়েছে নদীর জলস্তর, যার জেরে প্লাবিত গ্রামের পর গ্রাম।সোমবার আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হায়দরাবাদ জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে রেড্ডি সরকারের তরফে। রবিবারই হায়দরাবাদের কালেক্টর এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই নির্দেশ দেন। শিশুদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে। অন্যদিকে আগামী বেশকিছুদিন ধরে হায়দরাবাদে জারি হয়েছে লাল সতর্কতা।
তেলঙ্গনা-অন্ধ্রপ্রদেশে ভারী বর্ষণ, উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর ফোন দুই মুখ্যমন্ত্রীকে