BRICS Summit : ব্রিকসের আলোচনায় যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী, যাবেন গ্রীসেও
চার দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
চার দিনের বিদেশ সফরের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে দক্ষিণ আফ্রিকা এবং পরে গ্রীসের মধ্যে দিয়ে শেষ হবে তাঁর এই বিদেশ সফরসূচী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রনে অগাস্টের ২২ থেকে ২৪ পর্যন্ত হওয়া ব্রিকসের ১৫ তম সম্মেলনে যোগ দেবেন তিনি।
জোহার্নসবার্গে বেশ কিছু আর্ন্তজাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী তার একটি বিবৃতিতে জানিয়েছেন, "বিভিন্ন ক্ষেত্রে সহযোগীতার দৃঢ বার্তা ব্রিকসের সম্মেলনের মাধ্যমে উঠে আসছে।দক্ষিণ বিশ্বের কাছে যে সমস্ত বিষয় আলোচনার ক্ষেত্রে অন্যতম একটি প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে।যার মধ্যে উন্নতির বিষয়ও যেমন রয়েছে তেমনই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের বিষয়ও রয়েছে।" ব্রাজিল রাশিয়া, ভারত,চীন এবং দক্ষিণ আফ্রাকির মিলিত ঐক্য ব্রিকস নামেই পরিচিত।
২২ থেকে ২৪ অগাস্ট অনুষ্ঠিত হবে ব্রিকসের সম্মেলন। এই নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ আফ্রিকার ৩০ তম কূটনৈতিক বছরও সম্পন্ন হবে এই বছর।
এবছর ব্রিকসের সভাপতিত্ব দক্ষিণ আফ্রিকার হাতে। ব্রিকসের এবছরের থিম "ব্রিকস এবং আফ্রিকা" সশরীরে এই আলোচনাসভায় উপস্থিত থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদামির পুতিন। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তিনি। তার বদলে সারগেই লাভরভের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় উপস্থিত থাকবে রাশিয়ার প্রতিনিধি দল।
দক্ষিণ আফ্রিকা থেকে শুক্রবার এথেন্সের দিকে রওনা দেবেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রীসের প্রদানমন্ত্রী কাইরিয়াকোস মিটসোটাকিসের আমন্ত্রনে গ্রীসে যাবেন তিনি।এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, " পৌরাণিক এই স্থানে এটি আমার প্রথম যাত্রা হবে, বিগত ৪০ বছর পর আমিই প্রথম প্রধানমন্ত্রী যে গ্রীসের যাত্রা করবে।"